Latest News
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ।। ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ২২ জন আটক

ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ২২ জন আটক

স্টাফ রিপোর্টার :
পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিসহ ২২ নেতাকর্মীকে আটক করেছে। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান জানান, বিশেষ ক্ষমতা আইনের মামলায় সন্দিগ্ধ আসামীদের আটকের জন্য পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় ঝালকাঠি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পিকে নলছিটিতে আটক করে পুলিশ। এছাড়াও বিভিন্ন স্থান থেকে ২২ বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।