Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলা পরিষদে ৫০ গ্রুপ উন্নয়ন কাজে ৫৯৫০ সিউিল বিক্রি

ঝালকাঠি জেলা পরিষদে ৫০ গ্রুপ উন্নয়ন কাজে ৫৯৫০ সিউিল বিক্রি

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও জেলা পরিষদ ৫০ গ্রুপ উন্নয়ন কাজের টেন্ডারে সিডিউল বিক্রির রেকর্ড গড়েছে। মঙ্গলবার ছিল সিডিউল দাখিলের সর্বশেষ সময়। ৫৯৫০ টি সিডিউল বিক্রি করে জেলা পরিষদের আয় হয়েছে ২৩ লাখ টাকা ।
জেলা পরিষদ সূত্র জানায়, ঝালকাঠি ও নলছিটি উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে এডিবি বরাদ্দ প্রকল্পের ২ কোটি ২৭ লাখ টাকার বিপরীতে ৫০টি গ্রুপে দরপত্র আহবান করা হয়। সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত ৫০টি গ্রুপের প্যাকেজে ৫৯৫০টি সিডিউল বিক্রি হয়েছে। জেলা পরিষদ সিডিউল বিক্রি করে ২৩ লক্ষাধিক টাকা রাজস্ব আয় করেছে। প্রতিটি গ্রুপে গড়ে ১১৯টি করে সিডিউল বিক্রি হয়েছে। ঝালকাঠি জেলা পরিষদে এযাবৎকালের মধ্যে সিডিউল বিক্রির সর্বাধিক রেকর্ড হয়েছে। প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীন ইট সলিং সড়ক নির্মান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, নলকুপ বসানো, কবরস্থান নির্মান, বিভিন্ন প্রতিষ্ঠানের গেট নির্মান। ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের পর থেকে চেস্টা করছি স্বচ্ছ প্রক্রিয়ায় সিডিউল বিক্রি করে টেন্ডার কার্যক্রম পরিচালনা করতে । এবার সর্বাধিক সিডিউল বিক্রির রেকর্ড হয়েছে। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে মাননীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর নির্দেশনা অনুযায়ী জেলা পরিষদের প্রকল্প বাস্তবায়নে শুরু থেকেই প্রকাশ্য লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …