স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার দুপুরে তাদের দায়িত্ব বুঝয়ে দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
জেলা পরিষদ মিলানায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মো. শাহ আলম। এসময় জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সুধীনজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন,‘ গ্রাম পর্যায়ে উন্নয়ন করা জন্য জেলা পরিষদের গুরুত্ব অপরিহায্য। এখানে বরাকৃত অর্থের সঠিক বন্টন করতে হবে। কাজের মান নিশ্চিত করতে হবে। আর তা হলে এলাকার যথাযথ উন্নয়ন সম্ভব হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …