Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

ঝালকাঠি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ব্র্যাকমোড়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে ‘গণতন্ত্রের জিয়া, উন্নয়নের জিয়া’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতান, যুবদল নেতা শওকত হোসেন খোকন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান মুবিন, কে এম জুয়েল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্মসম্পাদক ফয়সাল খান ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি দ্বীন ইসলাম। জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্নার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করে জেলা বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও মোনাজাতে তাঁর জন্য দোয়া করা হয়।