স্টাফ রিপোর্টার : প্রতিবছরের ন্যায় এবছরও দাখিল পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ প্রাপ্তিতে ঝালকাঠিতে ঈর্ষনীয় সাফল্য অর্জন করেছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ১২১ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে ১১৩ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৮ জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৮ জন। পীরে কামেল হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠি এন এস কামিল মাদরাসার এ সাফল্য বিগত দিনেরই ধারাবাহিকতা। প্রতিষ্ঠানের এ সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে উপাধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ, শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রয়োজনীয় ক্লাস টেস্ট গ্রহণ, দুর্বল ছাত্রদের জন্য বছরের বিভিন্ন সময়ে ফিডব্যাক ক্লাস, শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য ঘণ্টাওয়ারী পরিদর্শক ও টিউটর শিক্ষকের ব্যবস্থা এবং অভিভাবক সম্মেলনসহ অত্যাধুনিক ব্যবস্থাপনার কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।