স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির মুক্তিযোদ্ধা ও প্রবীণ আইনজীবী আনিচ উদ্দিন সিকদার (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ১২টায় শহরের মধ্য চাঁদকাঠির বাসায় স্ট্রোক করে তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আনিচ উদ্দিন সিকদার ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সোমবার জোহর বাদ কেন্দ্রীয় ঈদগা ময়দানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁর মৃতদেহ পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …