স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলার বেশাইন খান শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যানিকেতনের সভাপতি মনোনীত হয়েছেন আকবর হোসেন। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ৩ জুন আকবর হোসেনকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট অন্তবর্তীকালীন কমিটি অনুমোদন দিয়েছে। কমিটির অনুমোদন দেয়ায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, পরিদর্শকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি, ফজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্কুলের স্থায়ী দাতা মো. রাশিদুল ইসলাম, স্কুল ম্যানেজিং কমিটি সাবেক সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান হিরু, সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনছার উদ্দিন হাওলাদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ কুমার সুতার। নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি জেলায় পরপর ৪ বার এসএসসি পরীক্ষার শতভাগ পাস করে অনন্য রেকর্ড সৃষ্টি করেছে। এই ঐতিহ্য ধরে রাখতে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির যৌথভাবে ভূমিকা রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আগামীতে ঝালকাঠি জেলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …