Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির পুলিশ সুপার পেলেন পিপিএম পদক

ঝালকাঠির পুলিশ সুপার পেলেন পিপিএম পদক

কে এম সবুজ :
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে রাষ্ট্রপতি পুলিশ পদককে (পিপিএম) ভূষিত করা হয়েছে। পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদকে ভূষিত করেন।
মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এ পদকে ভূষিত করা হয়। এই পদক পুলিশের চাকরিতে খুবই সম্মানজনক হিসেবে বিবেচিত। কর্মকর্তারা এর জন্য আর্থিক সুবিধাও পান এবং নামের শেষে এই পদক উপাধি হিসেবে ব্যবহার করতে পারেন।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ জেলায় যোগদানের পর থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশংসা কুড়িয়েছেন। হারানো ও চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিয়েছেন প্রকৃত মালিকদের কাছে। অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভালো কাজের মাধ্যমে নিজেকে দক্ষ পুলিশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। এজন্য তিনি অধিনস্ত পুলিশের সকল সদস্যদের কাছে জনপ্রিয়।
রাষ্ট্রপতি পুলিশ পদককে (পিপিএম) ভূষিত হওয়া ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আমি পুলিশে যোগদানের পর থেকেই সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করে আসছি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী আমাকে রাষ্ট্রপতি পুলিশ পদকে ভূষিত করেছেন। এটা নিঃসন্দেহে আমার জন্য একটি গৌরবের। আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …