Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির পাঁচ ড্রেজার ও বাক্লহেড মালিককে জরিমানা

ঝালকাঠির পাঁচ ড্রেজার ও বাক্লহেড মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় পাঁচ ড্রেজার ও বাল্কহেড মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন।
এনডিসি মো. বশির গাজী জানান, নদী ভাঙনে চরভাটারাকান্দা এলাকা বিলীন হয়ে যাচ্ছে। অথচ ভাঙন কবলিত এলাকা থেকে ড্রেজার দিয়ে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে। স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ড্রেজার ও বাল্কহেড মালিক আব্দুল কাইউম, মো. কামাল, মো. এরশাদ, মো. আউয়াল ও মো. ইব্রামিকে দুই লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারামতে নদী রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …