স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। গতকাল শুক্রবার বিকেলে শহরের প্রবেশদ্বার সুতালড়ি ঘাট থেকে স্পীডবোটে তিনি সুগন্ধা নদীর বিভিন্ন ভাঙন এলাকা পরিদর্শন করেন। আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর পরামর্শে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সফর করেছেন বলে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন।
পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার নদী ভাঙন ঠেকাতে ও নাব্যতা ফিরিয়ে আনতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নদী ভাঙনে যাদের বসত ভিটা বিলীন হয় তাদের মত কষ্ট আর কারও নেই। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেখানেই নদী ভাঙনের খবর পাই সেখানেই ছুটে যাই।
এ সময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেনসহ সরকারি কর্মকর্তারা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …