স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির দুটি সংসদীয় আসনে নাগরিক সমস্যা চিহ্নিত করণ ও তার সমাধান নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান তিনটি দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ অংশ নেন। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি’র সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল এ কর্মশালার আয়োজন করে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমানের পরিচালনায় কর্মশালায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু। কর্মশালায় ডেমেক্রেসি ইন্টার ন্যাশনালের সিনিয়র রাজনৈতিক ফেলোরা ঝালকাঠির দুটি আসনের নাগরিক সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উপায় বের করেন। এসব সমস্যা দ্রæত সমাধানের জন্য তাঁরা সংশ্লিষ্টদের কাছে দাবি তুলে ধরবেন বলেও কর্মশালায় জানানো হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …