স্টাফ রিপোর্টার :
অনন্য প্রতিভার জন্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঝালকাঠির কৃতীশিশু বুশরা হক ‘টিন আইকন’ নির্বাচিত হয়েছে। এজন্য তিন শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিতীয় টিসিবিডি ইনফরমেটিভ অলিম্পিয়াডে তাকে ‘সম্মাননা ’ দেয়া হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান তার হাতে স্মারক তুলে দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। থিঙ্কিং চেঞ্জ বাংলাদেশ (টিসিবিডি) ‘সৃজনশীলতায় এগিয়ে যাও, জ্ঞানের আলো ছড়িয়ে দাও’ স্লোগানে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে গত শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করে।
বুশরা ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। সে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় ‘বেহালা’ বিষয়ে পরপর তিন বার (২০১৭-২০১৯) জাতীয় পুরস্কার পেয়েছে। এরমধ্যে দু’বার প্রথম হয়ে ‘গোল্ড মেডেল’ ও একবার দ্বিতীয় হয়ে ‘সিলভার মেডেল’ পেয়েছে। এর আগে সে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ প্রতিযোগিতায় আবৃত্তি বিষয়ে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়ে ‘ব্রোঞ্চ মেডেল’ পায়। বুশরা এরমধ্যে একবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পদক গ্রহণ করে। এছাড়াও বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সে অসংখ্য পুরষ্কার পেয়েছে।
বুশরার পিতা এস এম রিয়াজুল হক পলাশ সূর্যালোক ট্রাস্টের ট্রাস্টি ও একজন ব্যবসায়ী। মা রেহেনা জাহান পপি একজন গৃহিনী।