স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে তৃতীয় দিনের মতো ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। গণপরিবহন ছাড়া সবকিছুই চলছে। স্বাস্থ্যবিধি না মেনেই ঘর থেকে বের হচ্ছে জনসাধারণ। অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। এ অবস্থায় ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাস্ক না পরায় এবং দোকানপাট খোলা রেখে বেচাকিনা করায় ৫৯ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।
শুধু ঝালকাঠি শহরই নয়, একই অবস্থা নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলাতে। ঢিলেঢালাভাবে লকডাউন চলছে উপজেলাগুলোতে। এদিকে করোনায় ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত হয়েছে। জেলায় এখন পর্যন্ত ৯৪২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …