সর্বশেষ সংবাদ
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ।। ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

ঝালকাঠিতে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে প্রাইভেটকারে বহনকরে মাদক পাচারকালে ২০ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে এ বিষয়ে রাজাপুর থানায় প্রেস ব্রিফিং করেন বিষয়টি জানান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন।
তিনি জানান, ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর মেডিকেল মোড় এলাকায় শুক্রবার রাতে মাদক নিয়ে যাওয়ার গোপন সংবাদ পেয়ে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারে বহন করে মাদক নিয়ে যাওয়ার সময় আরিফ হোসেনকে আটক করা হয়। প্রাইভেটকারটি জব্দ করা হয়। প্রাইভেটকারের ভেতরে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, আটক আরিফ হোসেন রাজাপুর উপজেলার সাংগড় গ্রামের হেমায়েত উদ্দিন খানের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …