Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন অনুষ্ঠিত

ঝালকাঠিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ডাকে গণঅনশন কর্মসূচি পালিত হয়েছে। বিগত সংসদ নির্বাচনের আগে দেওয়া সংখ্যালঘুবান্ধব প্রতিশ্রুতিসমূহের বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসুচির আয়োজন করেন তাঁরা। এতে ঐক্য পরিষদের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণঅনশন চলাকালে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরণী, সাধারণ সম্পাদক দুলাল সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা ও সাধারণ সম্পাদক তরুন কর্মকার।
২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রনয়ন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন করা। কিন্তু বর্তমান সরকার দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি বলে জানান ঐক্য পরিষদের নেতারা। তাই গণঅনশন থেকে এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি জানানো হয়।

 

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …