স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া হিজরা ও বেদে সম্প্রদায়ের শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ লাইনস এলাকায় দরিদ্র মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। প্রত্যেককে পাঁচকেজি চাল, এককেজি ডাল ও এককেজি তেল দেওয়া হয়েছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার যেন এ দুয়োগের সময় খাবার পায় পুলিশ সে ব্যবস্থা করছে। অসহায় হিজরা ও বেদেদের হাতে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। উপজেলাগুলোতেও খাদ্যসামগ্রী দেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …