স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে হজ্ব যাত্রীদের ননকমউনিক্যাবল রোগ ব্যাধি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ২০ জন হজ্ব যাত্রী অংশ্রগহন করেন। কর্মশালায় হজ্ব যাত্রীদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিকস, ফুসফুসের ক্যান্সার, হার্ট অ্যাটাক এড়াতে করণিয় বিষয় আলোচনা করা হয়। তাদেরকে কি কি ধরণের ঝুঁকি এড়িয়ে চলতে হবে, সে বিষয় পরামর্শ প্রদান করা হয়। সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় মূল বিষয়ের ওপর মাল্টিমিডিয়া উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাকিল খান। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস।