স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় মো. রাশেদ (৩৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে কৃষ্ণকাঠি এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাতে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়। আহত বাস চালক জামাল হোসেনসহ ১০ জন চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠি আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আল্লাহ মহান নামের (ঢাকা মেট্রো-ব ১১-১৫৩২) একটি বাস সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীতগামী ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে ধাক্কা লাগে। এতে বাসের সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায়। এসময় বাস চালক জামাল ও ট্রলি চালক রাশেদ গুরুতর আহত হয়। দুর্ঘটনায় বাসের ৯ জন যাত্রীও আহত হন। আহতদের গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ট্রলি চালক মো. রাশেদ মারা যায়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …