স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করে নেতাকর্মীরা। র্যালির নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন জানান, বিকেলে দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া রুবেল। বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৌহিদ আলম মান্না ও সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়কে প্রবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। র্যালির চারপাশ ঘিরে রাখে পুলিশ। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে ফিরে যেতে বাধ্য হন।
ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বলেন, র্যালিটি শহরের মধ্যে প্রবেশ করার অনুমতি ছিল না। তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে বলা হয়েছে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …