স্টাফ রিপোর্টার :
শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সঞ্চয়ী মনোভাব তৈরির লক্ষ্যে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এরপর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে শহরের ফাতেমা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্সে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ব্যাংকিং ডিবিশনের বিভাগীয় প্রধান মুন্সি আবু জাকারিয়া। ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও আঞ্চলিক প্রধান মো. রাজুনুর রশিদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. শাহরিয়ার হাসান চৌধুরী, বাংলাদেশ ব্যাংক বরিশাল অফিসের উপপরিচালক মো. জাহিদুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় জেলার সকল তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে ন্যাশনাল ব্যাংক এ আয়োজন করে। দিনব্যাপী এ কনফারেন্সে জেলার ৮৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।