Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগ

ঝালকাঠিতে স্কুল ছাত্রীকে উত্যক্তের অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে ঝালকাঠি থানায় তাকে উত্যক্ত করার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। বুধবার সকালে শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার সাকিল রাজু নামে এক বখাটের নামে ওই ছাত্রী ঝালকাঠি থানায় অভিযোগ দায়ের করে।
অভিযোগে জানা যায়, পশ্চিম ঝালকাঠি এলাকার আবদুস সালামের ছেলে সাকিল রাজু ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া আসা যাওয়ার পথে উত্যাক্ত করে। এমনকি বাড়িতে একা থাকলে রাজু ঘরে ঢোকারও চেষ্টা করে। এ কারনে ওই ছাত্রীর লেখাপাড়ায় চরম সংকট সৃষ্টি হয়েছে। ছাত্রীটির বাবা ভোলায় সরকারি চাকরি করেন। তিন ভাই বোনের মধ্যে ওই ছাত্রী সবার বড়। বখাটে রাজুর যন্ত্রণায় অতিষ্ট হয়ে নানাকে সঙ্গে নিয়ে ওই ছাত্রী বুধবার ঝালকাঠি থানায় একটি অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সাকিল রাজু পালিয়ে যায়।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মানিক বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ঘটনাস্থলে গিয়ে রাজুকে পাইনি। পুলিশ আসার খবর পেয়ে সে গাঢাকা দিয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে যুবদল ও ছাত্রদলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারীরা উল্টো মামলা ও মানববন্ধন করে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে যুবদল ও ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে কুপিয়ে হত্যাচেষ্টার পর এবার মিথ্যা …