স্টাফ রিপোর্টার :
নানা আয়োজনে ঝালকাঠিতে শনিবার সমাজকল্যাণমূলক সংগঠন সেতু যুব সমিতি ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল: ডেঙ্গু প্রতিরোধে মশা মারার ওষুধ দেওয়াসহ জনসচেতনতামূলক পদযাত্রা, ১৪ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে এক হাজার টাকা করে বৃত্তি প্রদান, ১০০ জন অসহায় ও দুস্থ মানুষকে ১০ কেজি করে চাল বিতরণ ও আলোচনা সভা। সেতুর সভাপতি মো. জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সাবেক সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, আজীবন সদস্য মঈন তালুকদার, হাবিবুর রহমান হাবিল, হাফিজ আল মাহমুদ ও রুহুল আমীন রিজভী এবং সদস্য দুলাল সাহা আলোচনায় অংশ নেন।