Latest News
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত শিশুদের রান্নাকরা খাবার খাওয়ালেন আলোকিত যুবলীগ নেতা ছবির

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিত শিশুদের রান্নাকরা খাবার খাওয়ালেন আলোকিত যুবলীগ নেতা ছবির

স্টাফ রিপোর্টার :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেছেন ঝালকাঠির সমাজ সেবক ও পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছবির হোসেন। ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমুর পক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার দুপুর ১টায় শহরের বধ্যভ‚মি খেয়াঘাট এলাকায় তিনি এ খাবার বিতরণ করেন। রান্নাকরা উন্নতমানের খাবার পেয়ে করোনায় বিপাকে পড়া চরাঞ্চলের শ্রমজীবী পরিবারের দরিদ্র শিশুদের মুখে হাসি ফুটে ওঠে।
করোনাকালীন সময় এর আগেও ঝালকাঠির এই আলোচিত সমাজ সেবক শহরের বিভিন্ন স্পটে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে ছবির হোসেন বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি ঝালকাঠি শহরের দুস্থ মানুষের পাশে থাকবেন। উল্লেখ্য ছবির হোসেন এসব সামাজিক কর্মকান্ডে ঝালকাঠি আলোকিত মানুষে হিসেবে সর্বমহলে প্রসংশিত হচ্ছেন। হতদরিদ্র গৃহহীন বৃদ্ধকে ঘর তুলে দেওয়া, পুজি দিয়ে ব্যবসা করতে সাহায্য করাসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছেন তিনি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …