Latest News
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সুজনের ঈদ খাদ্যসামগ্রী উপহার

ঝালকাঠিতে সুজনের ঈদ খাদ্যসামগ্রী উপহার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সুশাসনের জন্য নাগরিক-সুজনের উদ্যোগে করোনাকালে ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণির ২৫ পরিবারকে এ খাদ্যসামগ্রী দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পোলাও চাল, তেল, চিনি, দুধ, সেমাই, ডাল, ছোলা, আটা, লবন, আলু ও সাবান। খাদ্যমাসগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন তালুকদার মঈন, সদর উপজেলা শাখার সভঅপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিল, পৌর শাখার সভাপতি আনিসুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা শাখার সহসভাপতি ডালিয়া নাসরিন, যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস হরি, সুকমল ওঝা দোলন, সাংগঠনিক সম্পাদক নাসিমা কামাল, উপজেলা শাখার সহসভঅপতি দিপু লাল দাস, শহর শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সনিয়া আক্তার ও সদস্য এম এইচ মিলন। ঈদের আগেই খাদ্যসামগ্রী পেয়ে সুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসব মানুষ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …