Latest News
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ।। ২৪শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাড়ে চার হাজার কুকুরকে টিকা প্রদান করা হবে

ঝালকাঠিতে সাড়ে চার হাজার কুকুরকে টিকা প্রদান করা হবে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর উপজেলায় আগামী ১২ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাড়ে চার হাজার কুকুরকে টিকা প্রদান করা হবে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ একটি টিম এসে কুকুরদের এ টিকা প্রদান করবে। বৃহস্পতিবার সকালে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। এ কাজে প্রাণি সম্পদ বিভাগ সহযোগিতা করবে বলেও সভায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মহিন উদ্দিন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাহেব আলী ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার।
সভায় জানানো হয়, ঢাকা থেকে অভিজ্ঞ ২০ জনের একটি টিম এসে সদর উপজেলার বিভিন্ন স্থানে ভাগ হয়ে কুকুরকে টিকা প্রদান করবে। এই কুকুরে কামড় দিলেও জলাতঙ্ক রোগ হবে না। প্রতি বছর এ টিকা অব্যহত রাখতে হবে বলেও সভায় জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে …