স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের গ্রেপ্তারসহ ১৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এতে সুজন’র নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সুজন’র ঝালকাঠি জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, সাধারণ সম্পাদক মঈন তালুকদার ও যুগ্ম সম্পাদক প্রশান্ত দাস হরি ও সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, দিপু লাল দাস, বন্যা সাহা, নাজমা আক্তার, সাইদুর রহমান সেন্টু, অনুপ সরকার।
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ, জড়িতদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, বিচার, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ও ফেসবুকে গুজব ছড়ানো বন্ধ করাসহ ১৫ দফা দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …