Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সাত লক্ষাধিক টাকার চেক বিতরণ করলো ইসলামিক ফাউন্ডেশন

ঝালকাঠিতে সাত লক্ষাধিক টাকার চেক বিতরণ করলো ইসলামিক ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার :
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ঝালকাঠিতে ১৪৯ জন ইমাম-মুয়াজ্জিন ও অসহায় মানুষের মাঝে সাত লক্ষাধিক টাকার সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি হিসেবে সংশ্লিষ্টদের হাতে চেক তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এরমধ্যে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট তহবিল থেকে ৯২ জন ইমাম-মুয়াজ্জিনকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও আয়বর্ধকমূলক কাজের জন্য ১৬ জন ইমাম-মুয়াজ্জিনকে ১২ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হয়। এছাড়া যাকাত ফান্ড থেকে ৪১ জন দুস্থ ও অসহায় নারী-পুরুষকে আর্থিক সহায়তা বাবদ মাথাপিছু এক হাজার ছয় শত টাকা দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বায়তুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আবদুল হাই নিজামী ও ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবদুল কাইউম বিশেষ অতিথি ছিলেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …