Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সরকারি প্রণোদনার ১৪ লাখ টাকায় বোরো চাষ শুরু

ঝালকাঠিতে সরকারি প্রণোদনার ১৪ লাখ টাকায় বোরো চাষ শুরু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে কৃষি প্রণোদনার ১৪ লাখ টাকায় ৫০ একর জমিতে সমলয়ে বোরো চাষ শুরু হয়েছে। উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ষাটপাকিয়া বøকে ৮২ জন কৃষক মিলে সমবায় ভিত্তিতে এ চাষাবাদ করছেন। এ বøকে হাব্রিড এমএল-৮ এইচ জাতের চাষাবাদ করা হচ্ছে। হাইব্রিড জাতের উৎপাদন ১২ থেকে ১৪ মেট্রিকটন পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের এ কর্মসূচিতে ট্রেতে বীজতলা তৈরি, রাইস প্লান্টার মেশিন দিয়ে বীজ রোপন এবং ধান পাকার পরে কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে কৃষকের ধান কাটা ও মাড়াই করে দিবে। কৃষকদের শুধু চাষাবাদ ও সেচ খরচ বহন করতে হবে। কৃষিকে বাণিজ্যিকিকরণ ও যান্ত্রিক চাষাবাদ সম্প্রসারণের জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জমিতে বোরো চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী।
এ উপলক্ষে বøকের মাঠে এলাকার কৃষকদের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জোহর আলী প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক রিফাত সিকদার, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও উপজেলা ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি। অন্যদের মধ্যে বক্তব্য দেন ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আব্দুল হক, ভৈরবপাশা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপ সহকারী কৃষি কর্মকর্তা কাজল হোসেন, স্থানীয় কৃষক সবুজ জোমাদ্দার ও শাহিন চৌধুরী।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …