স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ, প্রত্যাশা ও করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বুধবার বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে। এতে দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির জেলা শাখার নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন অংশ নেয়। অনুষ্ঠানে স্পিকার ছিলেন প্রফেসর মো. রুস্তুম আলী। আলোচনায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, নারী মুক্তিযোদ্ধা রমা রানী দাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সোহেল সামাদ, নারী নেত্রী ইসরাত জাহান সোনালী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক ব্যবস্থাপক দীপু হাফিজুর রহমান। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চারটি প্রুপ ভাগ হয়ে সমৃদ্ধ রাজনৈতিক পরিবেশ সৃষ্টির সুপারিশমালা তৈরি করে উপস্থাপন করেন।