স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জীবনানন্দ উৎসব। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রিয় ধানসিঁড়ি নদীর তীরে ইকোপার্কে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের মধ্যে রয়েছে জীবনানন্দ মেলা, শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা, পিঠা উৎসব ও ঘোড়দৌঁড়সহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি ধানসিঁড়ি নদীর মোহনায় ইকোপার্কে গিয়ে শেষ হবে। সেখানে জীবনানন্দ মেলার উদ্বোধন করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বরিশালের বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস।
জেলা প্রশাসন প্রথমবারের মতো কবির স্মৃতিবিজড়িত ধানসিঁড়ি নদীর মোহনায় ইকোপার্কে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসবের আয়োজন করে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, প্রকৃতির কবি জীবনানন্দ দাশের নানা স্মৃতি রয়েছে ঝালকাঠির ধানসিঁড়ি নদী নিয়ে। কবির মামা বাড়ি রয়েছে নদী তীরের ভাটারাকান্দা এলাকায়। আমরা সেখানে একটি পাঠাগার নির্মাণ করবো। এছাড়াও একটি জাদুঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে।