স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরির ওপর দুই দিনব্যাপী শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় সরকারি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগম ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় ইউআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি এরং ইউআরডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সদর উপজেলার ১৫ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৩০ জন প্রশিক্ষণে অংশ নেন। শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেইজ তৈরি করে ইউআরডি নম্বর প্রদান করার পর থেকে তাদের সকল তথ্য পাওয়া যাবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …