স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌরসভা খেয়াঘাট সংলগ্ন বদ্ধভূমিতে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও বদ্ধভূমি সংরক্ষণ কমিটির সভাপতি হাসান মাহমুদ।
বক্তারা বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশিয় দোসর আল-বদরের সাহায্যে বিভিন্ন স্থান থেকে শিক্ষক,সাংবাদিক, চিকিৎসক, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের অপহরণ করা হয়। পরে এই দিনে নারকিয় নির্যাতনের পরে তাদের হত্যা করা হয়। স্বাধীনতা বিরোধী চক্র স্বাধীনতা মানতে পারেনি, তাই তারা বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। যাতে স্বাধীনতার পরে বাংলাদেশ আর মাথা তুলে দাঁড়াতে না পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরে দেশের উন্নয়নের জন্য কাজ শুরু করেন। ঘাতকরা যখন দেখেছে বুদ্ধিজীবীদের হত্যা করার পরেও বঙ্গবন্ধু শক্ত হাতে দেশে পরিচালনা শুর করেছেন তখন পাকিস্তানের দোসররা বঙ্গবন্ধুকে হত্যা করে ছিলো।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …