Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যৌতুক মামলায় স্কুল শিক্ষক কারাগারে

ঝালকাঠিতে যৌতুক মামলায় স্কুল শিক্ষক কারাগারে

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বখতিয়ার উদ্দিন ফরাজী নামে এক স্কুল শিক্ষককে জেল হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে শিক্ষক বখতিয়ার আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে বিচারক এএইচ এম ইমরানুর রহমান আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বখতিয়ার উদ্দিন ফরাজী রাজাপুরের কেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলার বামনকাঠি গ্রামের বারেক ফরাজীর ছেলে।
মামলার বাদি পক্ষের আইনজীবী হাসান সিকদার জানান, ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল আদালতে ওই শিক্ষকের নামে তার স্ত্রী ২ সন্তানের জননী আরিফুন নেছা মনি বাদী হয়ে যৌতুক আইনে একটি মামলা (সিআর ২০৯/১০) দায়ের করেন। রোববার আসামী জামিনের আবেদন করলে শুনানী শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি ১ম স্ত্রী থাকা সত্বেও রাজাপুরের কেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাছুমা আক্তারকে পরকীয়া সম্পর্ক করে দ্বিতীয় বিবাহ করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …