স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতার অমর সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। পরে ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম ও পুলিশ সুপার আফরুজুল হক টুটুল আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
একই স্থানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পুলিশ ও আনছার সদস্যদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে ডিসপ্লে প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। পরে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
ঝালকাঠি জেলার উপজেলাসমূহেও ব্যাপক কর্মসূচির মাধ্যমে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।