স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে একটি মিষ্টির দোকান ও দুই তরমুজ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আবুজর মো. ইজাজুল হক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শহরের কালীবাড়ি রোডের একটি মিষ্টি দোকানী মাপে কম দেওয়া, মিস্টির প্যাকেটের ওজন দিয়ে মিষ্টি বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মৌসুমী ফল তরমুজের কোন দাম নির্ধারণ না করে অনুমান নির্ভর দাম রেখে ক্রেতা ঠকানোর অভিযোগে দুই তরমুজ বিক্রেতাকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।