Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভূমিদস্যুদের কবল থেকে বিদ্যালয় বাঁচাতে মানববন্ধন

ঝালকাঠিতে ভূমিদস্যুদের কবল থেকে বিদ্যালয় বাঁচাতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়কে ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা জানান, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির বিপুল পরিমান জমি রয়েছে। পাঁচজন ব্যক্তি বিদ্যালয়ে ৯ একর জমি দান করেন। তবে বিভিন্ন সময় ভূমিদস্যুরা বেশকিছু জমি দখল করে নিয়েছে। বর্তমানে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আতাত করে ভূমিদস্যুরা ক্যাম্পাসকে সংকুচিত করে পেছনের জমি দখলে নেওয়ার চেষ্টা করছে। বিপুল পরিমাণ জমি থাকা সত্যেও বিদ্যালয় প্রাঙ্গণকে সম্প্রসারিত করা হচ্ছে না বলেও দাবি করেন তাঁরা।
বিদ্যালয়ের যেসব জমি ইতোমধ্যেই দখল হয়েছে, তা দখলমুক্ত করা এবং নতুন করে কোন জমি ভূমিদস্যুদের হাতে তুলে না দিতে প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী দাবি জানিয়েছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয় মানববন্ধন থেকে
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবুল হাসনাত আবদুল্লাহ ও সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …