স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসক সুজলা রানী বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ দণ্ড প্রদান করেন। সুজলা রানী সদর উপজেলার জগদীশপুর গ্রামের রনজিত বেপারীর মেয়ে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝালকাঠি শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় সুজলা রানী ভুয়া হোমিওপ্যাথিক চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে রোগী দেখেন এবং ওষুধ বিক্রি করেন। তাঁর কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এমনকি এসএসসি পাসও করেননি তিনি। চেম্বারে রেক্টিফাইড স্প্রীড পাওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তার চেম্বারে থাকা ওষুধ বিক্রি করে পাঁচ দিনের মধ্যে ঝালকাঠি শহর ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।