Latest News
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ভিজিডি উপকারভোগীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও চাল বিতরণ

ঝালকাঠিতে ভিজিডি উপকারভোগীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও চাল বিতরণ

মো. রাজু খান :
ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্র ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি)’ কর্মসূচির ২১৩ জন উপকারভোগীর প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। অনুষ্ঠানে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাম মাওলা শেরওয়ানী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. আলতাফ হোসেন, উপজেলা অফিসার নাসরিন আক্তার, লাভ দাই নেইবারের প্রকল্প সমন্বয়কারী ফরিদা ইয়াসমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. বশির গাজী, সহকারী কমিশনার মাহমুদা জাহান ও মাসুমা আক্তার। পরে সুবিধা ভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।