স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ভিক্ষুক পুনর্বাসনের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। ভিক্ষাবৃত্তি থেকে ফিরিয়ে এনে ভিক্ষুকদের আর্থিক সহায়তা দিয়ে ক্ষুদ্র ব্যবসা, গবাদী পশু, হাঁস-মুরগী পালন ও কুটির শিল্পের কাজ দেওয়া হবে। এ উপলক্ষে প্রথম পর্যায়ে সদর উপজেলার ৪২ জন ভিক্ষুককে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক মো. হামিদুল হক প্রশিক্ষণের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়ার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। ভিক্ষুকদের প্রশিক্ষণ প্রদান করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের জ্যেষ্ঠ নির্দেশক মো. মোখলেছুর রহমান।
কর্মশালার আয়োজকরা জানান, ঝালকাঠি জেলাকে ভিক্ষুক মুক্ত করা হবে। এজন্য চারটি উপজেলায় ভিক্ষুকদের তালিকা করা হয়েছে। প্রথম পর্বে সদর উপজেলার ৪২জন ভিক্ষুককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাঁরা যেন ভিক্ষাবৃত্তি না করে বিকল্প কোন কাজের মাধ্যমে রোজগার করতে পারে, সে ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণে ভিক্ষুকদের পছন্দ অনুযায়ী কাজের ধরণ নিয়ে আলোচনা করা হয়। তারা যে ধরণের কাজ করতে আগ্রহী, তার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের পর তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। সহায়তার অর্থ দিয়ে ক্ষুদ্র ব্যবসা, গবাদী পশু, হাঁস-মুরগী পালন ও কুটির শিল্পের কাজ দেওয়া হবে। জেলা প্রশাসন তাদের সার্বিক পর্যবেক্ষণ করবে।