স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৫০ দিনব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। ঝালকাঠির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেলোয়ার হোসেন মাতুব্বর প্রধান অতিথি হিসেবে বুধবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করেন। সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সাব্বির ইমাম ও সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু ও জেলা রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক জনি রবিদাস। জেলার ৪টি উপজেলা থেকে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর ৫০ জন নারী-পুরুষ প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তাদেরকে কম্পিউটার, সেলাই এবং হাঁস-মুরগী পালন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হবে।
Home / জাতীয় / ঝালকাঠিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ৫০ দিনব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরু