Latest News
রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ।। ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বুকে ব্যথা নিয়ে শিক্ষকের মৃত্যু

ঝালকাঠিতে বুকে ব্যথা নিয়ে শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে শাখাওয়াত হোসেন মোল্লা (৫০) নামে এক স্কুল শিক্ষক বুকে ব্যথা নিয়ে মারা গেছেন। আজ সোমবার দুপুরে শহরের পৌরসভা খেয়াঘাট এলাকায় দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা হাসপাতাল নিয়ে যায়। ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। করোনা উপসর্গ থাকায় মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি সদর উপজেলার নুরুল্লাপুর গ্রামের বাসিন্দা ও নুরুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।
ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার বলেন, মারা যাওয়ার পর ওই শিক্ষককে হাসপাতালে আনা হয়। তাঁর করোনা পজেটিভ ছিল কীনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এদিকে জেলা জুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলছে। সোমবার পর্যন্ত জেলায় মোট ৫২ জন করোনায় শনাক্ত হয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …