স্টাফ রিপোর্টার :
মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝালকাঠি শাখা। মানববন্ধনে সংগঠনের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সহসভাপতি দিপু লাল দাস, এস আর এম মানিক, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ ও সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী। মানববন্ধনে বক্তারা বিশ্ব শান্তিপ্রতিষ্ঠায় সব ধরণের নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান মানবাধিকারকর্মীরা।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …