Latest News
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ।। ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক পলাশ রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন এনএসআই এর সহকারী পরিচালক আবদুল কাদের, প্রেস ক্লাব সভাপতি চিত্তরঞ্জন দত্ত, টিআইবির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর মোল্লা ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম। দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে রচনা প্রতিযোগীতায় বিজয়ী ৪ জনকে পুরস্কার প্রদান করা হয়। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …