স্টাফ রিপোর্টার :
‘তামাকে হয় ফুসফুস ক্ষয়, সুস্বাস্থ্য কাম্য, তামাক নয়’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বৃহস্পতিবার গ্রামবাংলা উন্নয়ন কমিটি ও সূর্যালোক ট্রাস্টের উদ্যোগে সমাবেশ, র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কর্মসূচি উদ্বোধন করেন। এনজিও কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও যুব সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে ডিসি অফিসের সামনে থেকে র্যালি শুরু হয়ে সাধনার মোড়ে গিয়ে শেষ হয়। সূর্যালোক ট্রাস্টের নির্বাহী পরিচালক সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সচেতন নাগরিক কমিটি (সনাক) কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় টিআইবির এরিয়া ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অর্থ ও প্রশাসন) কমলেন্দু গুহ, ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রæপের দলনেতা পার্থ হালদার, সমাজ উন্নয়ন কমিটির সদস্য রুহুল আমীন প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন আরও কার্যকর করা, ধূমপানসহ তামাককে ‘না’ বলা এবং তরুণ সমাজকে আকৃষ্ট করার জন্য তামাকের পক্ষে বিজ্ঞাপন দেয়াসহ প্রচার-প্রচারণা চালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়।