স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ১৬তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপর ১২ টায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জুয়েল রানা।
ঝালকাঠি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক শাহপার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন।
আলাচনা সভায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অর্ধশত শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা ‘আমাদের সমাজ ও পরিবারের অংশ’। এজন্য প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে কাজ করতে হবে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …