Latest News
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ ।। ১৪ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ‘সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যাক্তির অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার কালে শহরে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। ডিসি অফিসের সামন থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রঙ্গনে গিয়ে শেষ হয়। প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ এতে নেয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালিতে নেতৃত্বদেন এবং বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর কাজী মো. ছোয়াইব, জেলা আওয়ামী লীগ এর সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন অফিসার দৃষ্টি প্রতিবন্ধী মো. আজাহার আলী প্রমুখ আলোচনায় অংশ নেন। পরে প্রতিবন্ধীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।