Latest News
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দশ হাজার ফলজ গাছের চারা বিতরণ

ঝালকাঠিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দশ হাজার ফলজ গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে দশ হাজার গাছের চারা বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার সকাল ১১টায় বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেট এর পরিচালক শামসুল হক মনু। পরে ছত্রকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চারুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। বিনামূল্যে গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা।
সংগঠন ক্যাপ্টেন প্ল্যানেট এর পরিচালক শামসুল হক মনু জানান, বর্ষা মৌসুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে দশ হাজার গাছের চারা বিতরণ করা হবে। এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রতিটি বাড়ির আঙিনায় যেন একটি করে ফলজ গাছ রোপণ করা হয়, এটাই আমাদের উদ্দেশ্য। বিদ্যালয়ের শিক্ষকরাও এ কার্যক্রমের সফলতা কামনা করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …