স্টাফ রিপোর্টার :
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল থেকে দিনব্যাপী উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পের বাসিন্দাদের চিকিৎসাসেবা শেষে ওষুধ দেওয়া হয়। আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের সহযোগিতায় ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটি এ ক্যাম্পের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আক্কাস সিকদার, উপদেষ্টা অ্যাডভোকেট বনি আমিন বাকলাই, সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন, আশা’র জেলা ব্যবস্থাক মো. ওলিয়ার রহমান ও শাখা ব্যবস্থাপক আকরাম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি মানবকল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক উজ্জল রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক সেতু বিশ্বাস।
চিকিৎসা প্রদান করেন আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান। আবাসন প্রকল্পের দেড় শতাধিক বাসিন্দাকে চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।
জনতার কণ্ঠ 24 সংবাদ
বিএনপিতে অনুপ্রবেশকারীরা আ.লীগের নেতাকর্মীদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানের বিরুদ্ধে …