Latest News
শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিশেষ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন

ঝালকাঠিতে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিশেষ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি শহরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রহকের কাছে চার লাখ ৭৫ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার সকাল থেকে একজন যুগ্ম জজের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ঝালকাঠি ওজোপাডিকো’র সহকারী প্রকৌশলী জিএম. লুৎফর রহমান জানান, কয়েক দফায় গ্রাহকদের নোটিশ প্রদান করা সত্ত্বেও তারা বকেয় বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। তাই বিদ্যুৎ বিভাগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বরিশাল আদালতের যুগ্ম জজ মো. মাসুদুর রমহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন স্থান থেকে ৮ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেন। এর পরেও বকেয়া বিল পরিশোধ করা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটি প্রেসক্লাবের কমিটি গঠন, এনায়েত সভাপতি, সবুজ সম্পাদক

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. এনায়েত করিমকে (যুগান্তর …