Latest News
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে বিএনপি নেত্রী জীবা আমিনা খানের খাদ্যসামগ্রী বিতরণ

ঝালকাঠিতে বিএনপি নেত্রী জীবা আমিনা খানের খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :
বিএনপি নির্বাহী কমিটি ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য জীবা আমিনা খানের উদ্যোগে করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় ঝালকাঠির নবগ্রাম এলাকায় জীবা আমিনা খানের পক্ষে তিন শতাধিক অসহায় মানুষের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন জেলা ছাত্রদলের সভাপতি মো. আরিফুর রহমান। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম বাবুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, আলু চিনি ও সেমাই। ঝালকাঠি ও নলছিটি উপজেলার তিন হাজার পরিবারের মাঝে পর্যাক্রমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
বিএনপি নেত্রী জীবা আমিনা খান জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন করোনার প্রভাবে অসহায় হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশ দাঁড়াতে। আর সেই নিদের্শনার আলোকেই নিজ এলাকার কিছু অসহায় মানুষকে সহযোগীতা করা হচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …